আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। আজ (সোমবার, ৫ আগস্ট) রাজধানীর তেজগাওঁয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
নাহিদ বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে। এই রূপরেখা ঘোষণা না করা পর্যন্ত সকল সাধারণ শিক্ষার্থীকে রাজপথে অবস্থান করার আহ্বান জানাচ্ছি। আমাদেরকে সতর্ক থাকতে হবে ফ্যাসিবাদীরা যেন এ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।’
রাজবন্দীসহ সকল বন্দীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে বলেও জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক বলেন, ‘যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে আমরা এই ছাত্র অভ্ভূথানটি উৎসর্গ করলাম। আমাদের একদফা দাবি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী প্রথার বিলোপ। শুধুমাত্র ব্যক্তিকে সরালেই এর সমাধান হবে না। ফ্যাসিজমের সমর্থনে থাকা সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।’
তিনি বলেন, ‘দেশের কোনো রাষ্ট্রীয় সম্পদ যেন নষ্ট না হয় সেদিকে সবার নজর রাখতে হবে। কেউ যেন সাম্প্রদায়িক উস্কানি দিতে না পারে। আমরা কোনো প্রাণনাশ চাই না। শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করবো।’