ইন্ডিয়া বনাম ইংলেন্ড ৩য় টেক্স হইতে রাজকোর্ট : রবিবার কার্যত ইংল্যান্ডকে বিপাকে ফেলেছে যশস্বী জয়সওয়াল। সরফরাজ খানের সঙ্গে তাঁর জুটি রানের পাহাড়ের চুড়োয় পৌঁছে দিয়েছে টিম ইন্ডিয়াকে। যা ইংল্যান্ডের সামনে ৫৫৭ রানের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। যশস্বীর বেটিং এ ইংল্যান্ডের প্রায় সব বোলারই মার খেয়েছেন।
জয়সওয়াল তাঁর টেস্ট কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করলেন। সরফরাজ খানও তাঁর অভিষেক টেস্ট ম্যাচেই পরপর দুই ইনিংসে অর্ধশতরান করলেন। ভারত যখন ৪ উইকেটে ৪৩০, সেই সময়ই তাদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। তার আগে রোহিত শর্মা ইংল্যান্ড, জয়সওয়াল ও সরফরাজকে একটি হাস্যকর মুহূর্ত উপহার দেন। যাকে ঘিরে তৈরি হয় বিরাট বিভ্রান্তি।
ব্যাপারটি হল, ভারত তাদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি টানতে প্রস্তুতি নিয়েছিল। ৯৭তম ওভারের শেষের দিকে রোহিত তাঁর ছেলেদের নিয়ে মাঠে নামতে প্রস্তুত। এই সময়ে ড্রিংকসের জন্য ডাকা হলে যশস্বী আর সরফরাজ ড্রিংকস ব্রেক নেন। আর, ভারতের বক্সে তাঁদের অধিনায়ক প্রস্তুত দেখে, প্যাভেলিয়নের দিকে হাঁটা শুরু করেন। যাতে বেন স্টোকস অ্যান্ড কোং-এর ধারণা হয় যে, ভারতের ইনিংস শেষ হয়ে গেছে। ইংল্যান্ড দলও মাঠ ছাড়ার চেষ্টা করে।
কিন্তু, রোহিত তার আগেই বক্স থেকে সরফরাজ এবং জয়সওয়ালকে ক্রিজে ফিরে যেতে নির্দেশ দেন। কারণ, ভারতীয় অধিনায়ক এবং টিমমেটরা ফিল্ডিং করতে মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন না। খেলা ফের শুরু হয়। সরফরাজ রেহান আহমেদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেন। ইংল্যান্ডের লেগ স্পিনারের ওভারে ১৭ রান নেন। যার মধ্যে ছিল ২টি ছয় এবং ১টি চার। এরপরই রোহিত ভারতের ইনিংস ডিক্লেয়ার করেন। রোহিত-বাহিনী ৫৫৬ রানের বিশাল লিড নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করতে মাঠে নামে।