শ্রদ্ধায় কবিগুরু
কলমে -সংকোচ
শ্রদ্ধার্ঘ্য দিলাম তোমায়, কবিগুরু,
তোমার গানে কবিতায় এখনও জাগে হৃদয়ে স্পন্দন।
জীবনের গভীর তত্ত্ব, তোমার মমতায়,
স্বপ্নের ডানায় ভেসে ওঠে আলোঝরা সন্ধ্যা।
নদীর কূলে বসে তুমি শুনেছ পাখির গান,
প্রকৃতির মায়ায় বন্দী, কবিতার রঙ্গিন ধারা।
তোমার কলমে জন্ম নেয় জীবনমন্ত্র,
প্রতিটি পঙ্ক্তিতে উঠে আসে জীবনের চিরন্তন ভাবনা।
তোমার রচনায় বেঁধেছি আমরা নতুন স্বপ্ন,
তোমার সুরে বেজেছে প্রেম, বেদন, আনন্দের ছন্দ।
রাত্রির নক্ষত্রের মতন তোমার আলো,
অন্ধকারে দিয়েছে দিক নির্দেশ, দিয়েছে সাহস।
সময়ের পথ বেয়ে তুমি হয়েছ অমর,
তোমার সৃষ্টি করে চলেছে যুগ যুগান্তর।
তোমার অনন্ত সৃষ্টির ধারা থামেনি,
তোমার কথার মর্মার্থে খুঁজে পাই জীবনের মর্মবাণী।
তুমি আছো আমাদের হৃদয়ের গহীনে,
তোমার স্মৃতিতে বেঁধেছি অজস্র ভালোবাসা।
তোমার অবদান শক্ত ভাষায় উচ্চারিত,
মহাকালের ইতিহাসে চিরন্তন হয়ে থাকবে।
কবিগুরু, তোমার জন্য এই শ্রদ্ধাঞ্জলি,
তোমার স্মৃতির প্রতি আমাদের গভীর সম্মান।
তোমার আলোয় আলোকিত আমাদের ভবিষ্যৎ,
তোমার গানেই খুঁজে পাই আমাদের সাহিত্যের মুক্তি।